Wilds Plants Of Bangladesh
আমাদের দেশ আয়তনে ছোট হলেও উদ্ভিদ বৈচিত্রে ভরপর। বলা হয়ে থাকে, আমাদের দেশে লিপিবদ্ধ উদ্ভিদের মোট সংখ্যা-৬০০০। আমরা জানি, মোট উদ্ভিদকে তাদের বৈশিষ্ট্য অনুসারে ৩ ভাগে ভাগ করা হয়েছে। বীরুৎ, গুল্ম ও বৃক্ষ। এর মধ্যে আমাদের অর্থকরী ফসল, ফলের গাছ,কাঠ উৎপাদকারী বৃক্ষ, বিরল বা বিলুপ্ত উদ্ভিদ আছে। আর এতে বেশী স্থান দখল করে আছে হার্ব বা বীরুৎ। এদের সংখ্যাও নিতান্ত কম নয়। তবে আমরা এমন সব বুনো উদ্ভিদ বেছে নিয়েছি যা রাস্তার ধারে জন্মে কিন্তু নাম জানেন না। কতকগুলো ঔষধিও আছে, কারন ধরতে গেলে সব উদ্ভিদেরই ঔষধি গুন আছে। কিন্তু কতকগুলো পরিচিত উদ্ভিদ আছে যাদের ঔষধি হিসাবে ব্যবহারের জন্যও লাগানো হয়।
Reviews
Nice
Many thanks.